আজ আমি আপনার দেখাব কিভাবে আপনি আপনার ব্লগে  ফেসবুক লাইভ পোস্ট ফিড লাগাবেন।
 
১. প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন তাহলে নিচের মতো একটি পেজ ওপেন হবে
Add facebook live post feed in blogger
*আরো পড়ুনঃ ৫টি অসাধারণ সিএসএস ড্রপ ডাউন মেনু ব্লগারদের জন্য !
২. এরপর Facebook Page URL এর ঘরে আপনার পেজের অ্যাড্রেস বসানম,
Width এর ঘরে ৩০০ বসান এবং Height এর ঘরে ৩৫০ বসান,
 এরপর Show Page posts এর ঘরে টিক চিহ্ন দিন।
Add facebook live post feed in blogger
 *আরো পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য !
৩. এরপর Get Code এ ক্লিক করুন তাহলে নিচের মতো আসবে
Add facebook live post feed in blogger
  *আরো পড়ুনঃ neobux থেকে আয় করুন মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা
৪. এখন ২ নাম্বার ঘরের কোড টুকু কপি করে
আপনার ব্লগের layout থেকে একটি নতুন HTML widget ওপেন করে সেইখানে পেস্ট করে দিন।
তাহলে আপনার ব্লগের ফেসবুক লাইভ পোস্ট ফিড widget টি যুক্ত হয়ে যাবে ।
 
How to Lose Weight at Home Top