ফেসবুকে ট্যাগিং বিষয়টির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা আমাদের
ফেসবুক বন্ধুদেরকে কোন পোস্ট বা ফটোতে ট্যাগ করি যেন তারা উক্ত পোস্ট বা
ফটো সম্বন্ধে অবগত হন। ফেসবুকের মূল সাইট থেকে ট্যাগিং খুবই সহজ একটি কাজ,
কিন্তু ফেসবুকের মোবাইল সাইট m.facebook.com এ
কেবল ফটোতে ট্যাগিং এর অপশন রাখা হয়েছে কিন্তু স্ট্যাটাসে কিংবা লিংকে
ট্যাগ করার কোন ব্যবস্থা রাখা হয়নি। একটি ছোট পদ্ধতি অবলম্বন করে মোবাইল
সাইট দিয়েও স্ট্যাটাসে কিংবা লিঙ্কে বন্ধুদের ট্যাগ করা যাবে।
ফেসবুকে আপনি মূলত স্ট্যাটাস, কমেন্ট কিংবা ওয়ালে পোস্ট করতে পারেন যেটি একটি টেক্সটবক্সে লিখে থাকেন। মোবাইল সাইটে ট্যাগ করতে আপনাকে যা করতে হবে তা হল-
১। প্রথমে @ সাইন লিখুন।
২। থার্ড ব্র্যাকেট ([) শুরু করুন।
৩। যে বন্ধুকে ট্যাগ করবেন তার প্রোফাইল আইডি টাইপ করুন। প্রোফাইল আইডি প্রত্যেকটি ইউজারের জন্য একটি ইউনিক নিউমেরিক আইডি। প্রোফাইল আইডি পেতে হলে বন্ধুর প্রোফাইলে যান এবং এড্রেস বারে লেখা এড্রেস থেকে “id=xxxxxxxxxxxxxxxxxxx” এর নাম্বারটি নিন। এখানে xxxxxxxxxxxxxxxxxxx বলতে উক্ত প্রোফাইল আইডি নাম্বার বুঝানো হয়েছে। তবে মনে রাখবেন অনেক ইউজার আজকাল user id ব্যবহার করেন তাদের প্রোফাইলে “id=xxxxxxxxxxxxxxxxxxx” এইরকম কোন লেখা পাওয়া যাবেনা। তাদের ক্ষেত্রে তাদের কোন স্ট্যাটাস, ফটো অথবা অন্য কোন পোস্টে যেতে হবে এবং এড্রেস বারে গিয়ে “id=xxxxxxxxxxxxxxxxxxx” থেকে প্রোফাইল আইডি নাম্বার নিতে হবে।
৪। একটি কোলন সাইন টাইপ করুন (:)।
৫। থার্ড ব্র্যাকেট শেষ করুন (])।
অর্থাৎ ট্যাগ করার জন্য যা লিখতে হবে তা এরকম।
এইতো গেল কিভাবে ট্যাগ করবেন। এবার দেখুন এটি কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি স্ট্যাটাসে আপনার এক বন্ধুকে ট্যাগ করতে চান যার নাম “Ali Ahmed” এবং তার প্রোফাইল আইডি 100001233323321। আপনি হয়ত স্ট্যাটাসটি এমনভাবে দেখতে চান “Hey Ali Ahmed howdy… its been a long since we met :)” অর্থাৎ আপনি Ali Ahmed কে এই স্ট্যাটাসে ট্যাগ করতে চান। সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটাস পোস্ট করতে হবে এভাবে।
Hey @[100001233323321:] howdy… its been a long since we met
এই লেখাটি পোস্ট করলেই উক্ত Ali Ahmed ইউজারটি আপনার স্ট্যাটাসে ট্যাগ হয়ে যাবেন। একই পদ্ধতি কমেন্ট কিংবা ওয়ালপোস্টের ক্ষেত্রেও প্রযোজ্য।
ফেসবুকে আপনি মূলত স্ট্যাটাস, কমেন্ট কিংবা ওয়ালে পোস্ট করতে পারেন যেটি একটি টেক্সটবক্সে লিখে থাকেন। মোবাইল সাইটে ট্যাগ করতে আপনাকে যা করতে হবে তা হল-
১। প্রথমে @ সাইন লিখুন।
২। থার্ড ব্র্যাকেট ([) শুরু করুন।
৩। যে বন্ধুকে ট্যাগ করবেন তার প্রোফাইল আইডি টাইপ করুন। প্রোফাইল আইডি প্রত্যেকটি ইউজারের জন্য একটি ইউনিক নিউমেরিক আইডি। প্রোফাইল আইডি পেতে হলে বন্ধুর প্রোফাইলে যান এবং এড্রেস বারে লেখা এড্রেস থেকে “id=xxxxxxxxxxxxxxxxxxx” এর নাম্বারটি নিন। এখানে xxxxxxxxxxxxxxxxxxx বলতে উক্ত প্রোফাইল আইডি নাম্বার বুঝানো হয়েছে। তবে মনে রাখবেন অনেক ইউজার আজকাল user id ব্যবহার করেন তাদের প্রোফাইলে “id=xxxxxxxxxxxxxxxxxxx” এইরকম কোন লেখা পাওয়া যাবেনা। তাদের ক্ষেত্রে তাদের কোন স্ট্যাটাস, ফটো অথবা অন্য কোন পোস্টে যেতে হবে এবং এড্রেস বারে গিয়ে “id=xxxxxxxxxxxxxxxxxxx” থেকে প্রোফাইল আইডি নাম্বার নিতে হবে।
৪। একটি কোলন সাইন টাইপ করুন (:)।
৫। থার্ড ব্র্যাকেট শেষ করুন (])।
অর্থাৎ ট্যাগ করার জন্য যা লিখতে হবে তা এরকম।
@[ xxxxxxxxxxxxxxxxxxx:]
(এখানে xxxxxxxxxxxxxxxxxx দ্বারা প্রোফাইল আইডি নাম্বার বুঝান হয়েছে)
এইতো গেল কিভাবে ট্যাগ করবেন। এবার দেখুন এটি কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি স্ট্যাটাসে আপনার এক বন্ধুকে ট্যাগ করতে চান যার নাম “Ali Ahmed” এবং তার প্রোফাইল আইডি 100001233323321। আপনি হয়ত স্ট্যাটাসটি এমনভাবে দেখতে চান “Hey Ali Ahmed howdy… its been a long since we met :)” অর্থাৎ আপনি Ali Ahmed কে এই স্ট্যাটাসে ট্যাগ করতে চান। সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটাস পোস্ট করতে হবে এভাবে।
Hey @[100001233323321:] howdy… its been a long since we met
এই লেখাটি পোস্ট করলেই উক্ত Ali Ahmed ইউজারটি আপনার স্ট্যাটাসে ট্যাগ হয়ে যাবেন। একই পদ্ধতি কমেন্ট কিংবা ওয়ালপোস্টের ক্ষেত্রেও প্রযোজ্য।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন