আজ হঠাৎ সেই দিনগুলো খুব মিস করছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি “কিভাবে মোবাইল সাইটগুলো আপনার কম্পিউটার এ ব্রাউজ করবেন“
আমার জানামতে কয়েকভাবে এই কাজটি করা যায়, আমি এখানে শুধুমাত্র সবচেয়ে সহজ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করবো।- প্রথমে আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- তারপর নিচের লিঙ্ক থেকে এড অনটি ডাউনলোড করে নিন।
- এড অনটি ইন্সটল করে মজিলা রিস্টার্ট করুন।
- তারপর, নিচের ছবির মত Tools এ ক্লিক করে Default User Agent এ ক্লিক করুন এবং যেকোনো একটা ফোন অথবা, iphone 3.0 সিলেক্ট করুন।
এখন থেকে যে কোন মোবাইল সাইট ব্রাউজ করতে পারবেন আপনার কম্পউটার থেকে।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন