মোবাইলের
নতুন নতুন সফটওয়্যার, গেইমস, থিম ডাউনলোড করতাম। ক্যাফে দূরে হওয়ায় সবসময়
যাওয়া সম্ভব হতনা। তাই, মোবাইলে ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ কিনে ইউস করতে
লাগলাম। কিন্তু যখন বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিলাম, সবকিছু ঠিক ছিল কিন্তু
মোবাইলের কিছু সাইট খুব মিস করতে লাগলাম কেননা এগুলো কম্পিউটার এ ওপেন
হয়না, অথবা এগুলো কম্পিউটার এ কিভাবে ওপেন করতে হয় তা জানা ছিলনা।
এখন থেকে যে কোন মোবাইল সাইট ব্রাউজ করতে পারবেন আপনার কম্পউটার থেকে।
আজ হঠাৎ সেই দিনগুলো খুব মিস করছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি “কিভাবে মোবাইল সাইটগুলো আপনার কম্পিউটার এ ব্রাউজ করবেন“
আমার জানামতে কয়েকভাবে এই কাজটি করা যায়, আমি এখানে শুধুমাত্র সবচেয়ে সহজ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করবো।- প্রথমে আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- তারপর নিচের লিঙ্ক থেকে এড অনটি ডাউনলোড করে নিন।
- এড অনটি ইন্সটল করে মজিলা রিস্টার্ট করুন।
- তারপর, নিচের ছবির মত Tools এ ক্লিক করে Default User Agent এ ক্লিক করুন এবং যেকোনো একটা ফোন অথবা, iphone 3.0 সিলেক্ট করুন।
এখন থেকে যে কোন মোবাইল সাইট ব্রাউজ করতে পারবেন আপনার কম্পউটার থেকে।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন