ranjit



রঞ্জিত মল্লিকের ভক্তদের জন্য দুঃখের খবর হলো- আর কোন দিনও দেখা যাবে না এ শক্তিমান অভিনেতাকে। না আবার ভাববেন না তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এমন ভাবার কারণ নেই, তবে রঞ্জিত মল্লিককে আর কোন দিনও অভিনয় জগতে দেখা যাবে না। এমনই আচমকা ঘটনাটা ঘটে গতকাল রবিবার ভারতীয় সময় সকাল এগারোটায় নিউ কলকাতার হিন্ধ থাবা রেস্তরায়। এক অনুষ্ঠানে রঞ্জিত মল্লিক ঘোষণা দিলেন, তিনি আর অভিনয় করবেন না।
রঞ্জিতের এই সিদ্ধান্তে কলকাতার সিনেমা জগতের সবাই হতাশ, রঞ্জিত জি নিউজকে বলেন, সময় এসেছে চলে যাবার অনেক ত হলো তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে বাংলা সিনেমা আরো সুন্দর হবে।
সামান্য থেকে যাদের সূচনা অসামান্য যাদের প্রতিভা, সত্তরের দশক থেকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করে আসছিলেন রঞ্জিত মল্লিক, কয়েক শতাধিক সিনিমাতে অভিনয় করেছেন তিনি।
এখন সিনেমা থেকে অবসর নিয়ে রঞ্জিত মল্লিক তার ভবানীপুরের বাসাতেই সময় কাটাবেন বলে জানা গেছে। রঞ্জিতের এখন সময় কাটছে নাতি অরিজিত ও রিত্ব্ককে নিয়ে, সময় পেলে বাংলাদেশে তার প্রিয় বন্ধু রাজ্জাকের সাথে ঢাকায় দেখা করার কথাও জানিয়েছেন তিনি।
১৯৪৪ সালে কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন। তার স্ত্রীর নাম দেবা মল্লিক, মেয়ে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।
রঞ্জিত মল্লিক অভিনীত কিছু জনপ্রিয় ছবি-



◾জন্মদাতা ২০০৮ ◾প্রেমের কাহিনী ২০০৮ ◾শিবাজী ২০০৮
◾চাঁদের বাড়ি ২০০৭ ◾কাকা নং ১ ২০০৭ ◾নবাব নন্দিনী ২০০৭
◾অবিশ্বাস ২০০৫ ◾অগ্নিপথ ২০০৫ ◾ক্রিমিনাল ২০০৫
◾দাদার আদেশ ২০০৫ ◾মানিক ২০০৫ ◾মায়ের রাজা ২০০৫
◾রাজু আঙ্কেল ২০০৫ ◾সংগ্রাম ২০০৫ ◾তবু ভালবাসি ২০০৫
◾তোমাকে সেলাম ২০০৫ ◾অকৃতজ্ঞ ২০০৪ ◾দাদু নাম্বার. ১ ২০০৪
◾গ্যাঁড়াকল ২০০৪ ◾কুয়াশা ২০০৪ ◾পরিবার ২০০৪
◾সিঁদুরের সন্ধান ২০০৪ ◾সূর্য ২০০৪ ◾স্বপ্নে সেখা রাজকণ্যা ২০০৪
◾বিশ্বাসঘাতক ২০০৩ ◾মায়ের আঁচল ২০০৩ ◾মেজদিদি ২০০৩
◾নাটের গুরু ২০০৩ ◾রক্ত বন্ধন ২০০৩ ◾সঙ্গী ২০০৩
◾সন্ত্রাস ২০০৩ ◾সেজো বউ ২০০৩ ◾স্নেহের প্রতিদান ২০০৩
◾উদ্ধার ২০০৩ ◾বাঙ্গালি বাবু ২০০২ ◾চন্দ্রমল্লিকা ২০০২
◾ছেলেবেলা ২০০২ ◾মানুষ অমানুষ ২০০২ ◾নিশিকণ্যা ২০০২
◾সাথী ২০০২ ◾স্ত্রীর মর্যাদা ২০০২ ◾বিধাতার খেলা ২০০১
◾দাদাঠাকুর ২০০১ ◾প্রতিবাদ ২০০১ ◾রাঁখি পূর্ণিমা ২০০১
◾সুদ আসল ২০০১ ◾আমাদের সংসার ২০০০ ◾ময়না ২০০০
◾শত্রুতা ২০০০ ◾শপথ নিলাম ২০০০ ◾শশুরবাড়ি জিন্দাবাদ ২০০০
◾অগ্নিশিখা ১৯৯৯ ◾দায়দায়িত্ব ১৯৯৯ ◾গুন্ডা ১৯৯৯
◾জীবন নিয়ে খেলা ১৯৯৯ ◾নিয়তী ১৯৯৯ ◾সন্তান ১৯৯৯
◾সিঁদুর খেলা ১৯৯৯ ◾সুন্দর বউ ১৯৯৯ ◾আমার মা ১৯৯৮
◾আমি সেই মেয়ে ১৯৯৮ ◾আসল নকল ১৯৯৮ ◾চৌধুরী পরিবার ১৯৯৮
◾জামাই নং ১ ১৯৯৮ ◾রণক্ষেত্র ১৯৯৮ ◾সিঁদুরের অধিকার ১৯৯৮
◾আজকের সন্তান ১৯৯৭ ◾বিদ্রোহ ১৯৯৭ ◾বড় বউ ১৯৯৭
◾লোফার ১৯৯৭ ◾শ্রীমান ভূতনাথ ১৯৯৭ ◾মহান ১৯৯৬
◾মুখ্যমন্ত্রী ১৯৯৬ ◾নাচ নাগিনী নাচ রে ১৯৯৬ ◾পূজা ১৯৯৬
◾রবিবার ১৯৯৬ ◾আবির্ভাব ১৯৯৫ ◾অন্তরতম ১৯৯৫
◾মেজো বউ ১৯৯৫ ◾সংঘর্ষ ১৯৯৫ ◾সংসার সংগ্রাম ১৯৯৫
◾আব্বাজান ১৯৯৪ ◾গীত সংগীত ১৯৯৪ ◾তুমি যে আমার ১৯৯৪
◾ঘর সংসার ১৯৯৩ ◾ঈশ্বর পরমেশ্বর ১৯৯৩ ◾মান সম্মান ১৯৯৩
◾মায়া মমতা ১৯৯৩ ◾শ্রদ্ধাঞ্জলী ১৯৯৩ ◾অনন্যা ১৯৯২
◾ইন্দ্রজিৎ ১৯৯২ ◾শাখা প্রশাখা ১৯৯২ ◾অভাগিনী ১৯৯১
◾অহঙ্কার ১৯৯১ ◾বিধিলিপি ১৯৯১ ◾বিধির বিধান ১৯৯১
◾বউরাণী ১৯৯১ ◾নবাব ১৯৯১ ◾নজরবন্দিনী ১৯৯১
◾চক্রান্ত ১৯৯০ ◾দেবতা ১৯৯০ ◾হীরক জয়ন্তি ১৯৯০
◾মহাজন ১৯৯০ ◾অগ্নিশিখা ১৯৮৯ ◾আক্রোশ ১৯৮৯
◾বন্দিনী ১৯৮৯ ◾জজ সাহেব ১৯৮৯ ◾মঙ্গলদীপ ১৯৮৯
◾শতরুপা ১৯৮৯ ◾অঞ্জলি ১৯৮৮ ◾ছোটো বউ ১৯৮৮
◾দেবী বরণ ১৯৮৮ ◾কলঙ্কিনী নায়িকা ১৯৮৮ ◾অনুরোধ ১৯৮৭
◾বিদ্রোহী ১৯৮৭ ◾দেবিকা ১৯৮৭ ◾দোলানচাঁপা ১৯৮৭
◾গুরুদক্ষিণা ১৯৮৭ ◾মহামিলন ১৯৮৭ ◾প্রতিভা ১৯৮৭
◾রুদ্রবীণা ১৯৮৭ ◾সরগম ১৯৮৭ ◾অভিমান ১৯৮৬
◾অভিশাপ ১৯৮৬ ◾অনুরাধা ১৯৮৬ ◾বৌমা ১৯৮৬
◾মুক্তপ্রাণ ১৯৮৬ ◾স্বর্গসুখ ১৯৮৬ ◾আহুতি ১৯৮৫
◾সান্ধ্য প্রদীপ ১৯৮৫ ◾বিষবৃক্ষ ১৯৮৪ ◾লাল গোলাপ ১৯৮৪
◾প্রায়শ্চিত্ত ১৯৮৪ ◾পূজারিনী ১৯৮৪ ◾শত্রু ১৯৮৪
◾প্রতিদান ১৯৮৩ ◾বিজয়িনী ১৯৮২ ◾রাজবধূ ১৯৮২
◾সংকল্প ১৯৮২ ◾শঠে শেঠাং ১৯৮২ ◾উত্তর মেলেনি ১৯৮২
◾ফাদার ১৯৮১ ◾কপালকুন্ডলা ১৯৮১ ◾ওগো বধূ সুন্দরী ১৯৮১
◾ভাগ্যচক্র ১৯৮০ ◾দুই পৃথিবী ১৯৮০ ◾জীবন যেরকম ১৯৭৯
◾শ্রীকান্তের উইল ১৯৭৯ ◾লালকুঠি ১৯৭৮ ◾ময়না ১৯৭৮
◾রজনী ১৯৭৮ ◾তিলোত্তমা ১৯৭৮ ◾অজস্র ধন্যবাদ ১৯৭৭
◾দিন আমাদের ১৯৭৭ ◾এই পৃথিবীর পান্থনিবাস ১৯৭৭ ◾হাতে রইলো তিন ১৯৭৭
◾কবিতা ১৯৭৭ ◾মন্ত্রমুগ্ধ ১৯৭৭ ◾নানা রঙের দিনগুলি ১৯৭৭
◾প্রতিশ্রুতি ১৯৭৭ ◾প্রক্সি ১৯৭৭ ◾অপরাজিতা ১৯৭৬
◾বহ্নিশিখা ১৯৭৬ ◾দম্পতি ১৯৭৬ ◾স্বীকারোক্তি ১৯৭৬
◾মৌচাক ১৯৭৫ ◾রাগ অনুরাগ ১৯৭৫ ◾স্বয়ংসিদ্ধ ১৯৭৫
◾চ্ছেনরা তমসুক ১৯৭৪ ◾দেবী চৌধুরানী ১৯৭৪ ◾পরিবর্তন ১৯৭৩
◾ক্যালকাটা ৭১, ১৯৭২ ◾পিক্‌নিক ১৯৭২ ◾ইন্টারভিউ ১৯৭১
 
How to Lose Weight at Home Top