সময়ের সাথে তাল মেলাতে মেলাতে আমারা কম্পিউটারের ও ইন্টারনেটের উপর অনেকটা নির্ভরশীল হয়ে গেছি ।এমন একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব যা দিয়ে তাৎক্ষনিক ভাবে আপনি জানতে পারবেন সাড়া পৃথিবীর যে কোন প্রান্তে বসে আপনার কোম্পানির কাজের অগ্রগতি ,আয় ব্যায়ের হিসাব এই ডাটাবেজ প্রোগ্রামে আপনি যা সং যোজন করবেন তা ভুল হলে সংশোধনের অথারিটি আপনাকে দেয়া থাকেনা । বিধায় খুব সাবধানে কাজ করতে হয় । বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজন মত এই প্রোগ্রাম গুল প্রগ্রামারদের নিয়ে বানিয়ে নিয়ে থাকে । বিদেশে প্রায় সকল কোম্পানি এই প্রোগ্রাম ব্যাবহার করে কেননা ১০/১২ টি দেশে কোম্পানির শাখা প্রশাখা থাকে ।আমি আজ এরকম একটি কোম্পানির ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের নিয়ম তুলে ধরব যার ফলে যে কোন এ রকম ডাটাবেজ কাজ গুল সহজে করতে পারেন । এটি সম্পূর্ণ শিখতে ৩ মাস লাগে এর পরিধি অনেক বড় আমি শুধু কয়েকটি টিপস দিচ্ছি ।
এটি ওপেন হলে এই চিত্রের মত দেখাবে মেনুবারে আপনাকে বেশ কিছু ক্যাটাগরি দেখাবে যে কোন ক্যাটাগরিতে ক্লিক দিলে নিচে কিছু সাব ক্যাটাগরি দেখাবে ওয়ার্ড ৭ এর মত ।সায়িডে নিচে ও অনেক ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি দেখে আপনি সহজে প্রয়োজনীয় জিনিসটি খুঁজে পাবেন কিন্তু সব কিছু দেখা বা ব্যাবহারের সুযোগ আপনি পাবেন না । আপনি যদি ম্যান পাওয়ার অথারিতি পান । আর্থিক লেনদেনের হিসেব দেখতে পাবেন না আপনি যদি পাসওয়ার্ড হ্যাক করে প্রবেশ করেন লাভ হবেনা ধরা পরে যাবেন মজার ব্যপার হোল আপনাকে কয়েকটি প্রশ্ন করা হবে জেগুলর সঠিক উত্তর দিতে পারলে আপনি রাজা আরও মজার ব্যপার হোল প্রশ্ন গুল প্রতিবার এক রকম আসেনা । কোম্পানি গুল পালোয়ানের পরিবর্তে বড় বড় হ্যাকার ও আইটি অফিসার রাখে । হ্যকারদের জন্য প্রচুর চাকুরী রয়েছে উন্নত দেশ গুলতে ।








আমি একটি ইকুইপমেন্ট ক্যটাগরিতে প্রবেশ করেছি একটি গাড়ি সার্চ করেছি গারিটির দাম ৫৫ হাজার সহ গারিটির মডেল সিরিয়াল কাগজ পত্রের তথ্য পেয়ে যাচ্ছি । এ পর্যন্ত গারিটির পিছনে কত টাকা খরচ হয়েছে ।কত লিটার তেল ব্যাবহার হয়েছে কোন মাসে কত মিটার চলেছে । কি পার্টসের পিছনে মেকানিকের খরচ কত হয়েছে । গাড়িটি কত ঘণ্টা অচল অবস্তায় পরেছিল কি কারনে ছিল । ইন্ডিয়ার গুড ইয়ার টায়ার যে এখন দুর্বল হয়েছে তাও বোঝা যায় এখান থেকে । ইত্যাদি
এখানে কাজে ফাঁকি দেবার অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ থাকেনা প্রয়জনিয় সকল তথ্য ছাড়া আপনি কিছু এন্ট্রি করতে পারবেন না ।মনে করুন আমি গাড়ির জন্য ৫৫ লিটার পেট্রল কিনেছি এন্ট্রি হবেনা আমাকে দিতে হবে গাড়ির জন্য ৫৫ লিটার পেট্রল কিনেছি
পেট্রলের দাম পরেছে ৫ টাকা
কিনেছি ক্রিয়েটিভ পাম্প থেকে
ফতুরা নম্বর ৫৯৮৪৬৭৫৪২
২২/৮/২০১১ তারিখে
এক কথায় যাবতীয় বিষয়ের খুঁটিনাটি জানার জন্য এ রকম প্রোগ্রামের প্রয়োজন অনেক । তবু কিন্তু দুর্নীতি হয় চুরি হয় ২ টাকার পেট্রল কিনে ৫ টাকার ফতুরা বানানো হয় ।
এক্সেল ও এক্সেস জানলে এটি সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন । এক্সেল ও এক্সেস এর মতই ব্যাবহারের নিয়ম তফাৎ এতুকুই ইন্টারনেট ছাড়া এই সফট চলতে পারেনা ।
 
How to Lose Weight at Home Top