বিদায়ী বছরের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরতে ফেসবুকে নতুন ফিচার -
গত বছরের শেষের দিকে ফেসবুক সবার জন্য চালু করেছিল ‘ইয়ার ইন রিভিউ’ নামক একটি বিশেষ ভিডিও ফিচার। যেখানে মূলত তুলে ধরা হয়েছিল বিদায়ী বছরের বিভিন্ন কর্মকাণ্ড। এবারও একই ধরণের তবে কিছুটা ভিন্ন একটি একটি ফিচার চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এ বছরের ইয়ার ইন রিভিউতে প্রতি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি এবং স্ট্যাটাস নিয়ে একটি রিভিউ তৈরি করা হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, রিভিউ প্রকাশ করার আগে নিজের পছন্দমত সম্পাদনা করে নেওয়া যাবে। ব্যবহারকারীর কাছে যখন মনে হবে তাঁর রিভিউটি পছন্দমত হয়েছে, তখন তিনি এটি প্রকাশ করতে পারবেন যা তাঁর বন্ধুরা ফেসবুকের ওয়েব কিংবা মোবাইল সংস্করণ থেকে দেখতে পারবেন।
ইতোমধ্যেই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনার ইয়ার ইন রিভিউ দেখতে ক্লিক করুন এই লিংকে - https://www.facebook.com/yearinreview
 
How to Lose Weight at Home Top