জানার মত কথা
ঝাড়ু যতক্ষণ,
একসূত্রে বাঁধা থাকে, ততক্ষণ আবর্জনা পরিস্কার করে। আবার, সেই ঝাড়ু যখন ছিড়ে আলাদা
হয়ে যায়, তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোন ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা
হয়ে আবর্জনায় পরিণত হয়ো না।
একটি সুন্দর চিন্তা
যদি কেউ জিজ্ঞেস
করে জীবনে কী হারালে আর কি পেলে? তখন নির্ভয়ে বা নিশ্চিন্তে বলো, যা হারিয়েছি তা আমার
ছেলে মানুষী আর যা পেয়েছি তা হলো প্রভুর দয়ায়। কি সুন্দর সম্পর্ক আমার আর আমার আল্লাহর
মধ্যে। বেশি আমি কখনোই চাই না, আর কমও তিনি দেন না।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন